নির্বাচনি তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, গাজীপুরসহ বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অসংখ্য যানবাহন। রাজশাহীতে পুলিশের টহল গাড়ি ও বগুড়ায় পুলিশ সুপারের বাংলো ও কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাকরাইলে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম অফিস জানায়, টিসিবির পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একই সময় দামপাড়া ওয়াসা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সিলেট অফিস জানায়, শাহপরান এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সর্মথকরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে তিনজনকে আটক করে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান,নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করছে বিএনপি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শহরের মুসলিম কোয়ার্টারে অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।
বগুড়া থেকে ষ্টাফ রিপোর্টার জানান, বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) বাংলো ও কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার তপশিলের প্রতিবাদে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে বগুড়ায় কন্টেইনারবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা ৪০ মিনিটের দিকে শহরের তালতলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, মহানগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় ইটের আঘাতে চার পুলিশ আহত হন। তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, সন্ধ্যা ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের নয়াবাজার আড়ইমারী এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, তফসিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডাসের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সন্দেহজনক ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে তাকওয়া নামে একটি মিনিবাসে রাত ১২ টার পর আগুন দেওয়া হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের সামনের এলাকায় রাত ৮টার দিকে একাধিক গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।
এদিকে রাজধানীতে ঢিলেঢালাভাবে অবরোধ পালন হয়েছে। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল কম। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বাড্ডায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মিছিল মুখোমুখি হয়। কোনো সংঘর্ষ না হলেও পুলিশ সেখান থেকে জামায়াত ইসলামীর পাঁচ জন কর্মীকে আটক করে। গতকাল সকালে ধানমন্ডি-২৭ নম্বরে একটি বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি প্রাইভেট কারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।