মুম্বাই টু গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
ছেলের এই কান্ডে জীবনে নেমে এসেছে যেন বিপর্যয়। এছাড়া সমালোচনা তো আছেই, মহা সংকটেও পড়েছেন তিনি।
বলিউডের তারকারা এই লিজেন্ডারি অভিনেতার দুঃসময়ে পাশে দাঁড়াচ্ছেন।
ছেলে আরিয়ানের গ্রেফতার এর পর আর পাঁচজন অভিভাবকের মতো চিন্তিত শাহরুখ খান ও গৌরীও। এই ঘটনাটির কারনে স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি । ছেলের ধরপাকড়ের কথা শোনার পর থেকেই উদ্বেগে গৌরী।
এইদিকে সালমান খান সেই রাতেই শাহরুখের বাড়িতে যান । বন্ধুর সঙ্গে দেখা করেন তিনি। তবে তাদের মাঝে কী কথা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
তার আগেই এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড তারকা সুনীল শেঠি। আরিয়ানের কথা মাথায় রেখে তিনি বলেন, ‘বাচ্চাটাকে শ্বাস নিতে দিন।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪