কাল ২৪ অক্টোবর আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন।প্রতি বছর রাজধানীর তারকা হোটেলে আয়োজনে তিনি উদযাপন করেন এই দিনটি।এবারও একটি তারকা হোটেলে জন্মদিনের পার্টির আসর বসাচ্ছেন পরী।
এবার তার জন্মদিনের অতিথি থাকছেন, সে বিষয়টিও আগেই জানিয়ে দিয়েছেন তিনি
তিনি জানান, শুধু প্রকৃত আপন ও কাছের মানুষদের আমন্ত্রণ জানাবেন।
কার্ডে একটি বিশেষ বার্তা দিয়ো পরী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।
অতিথিদের প্রবেশের ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন তিনি, জন্মদিনের এই পার্টিতে প্রবেশ করতে অতিথিদের মধ্যে পুরুষদের সাদা রঙের ও নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে।তাহলেই গেট দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪