
ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মহিলা মাদরাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর টাংগন নদীর জোড়া ব্রিজের নিচ থেকে তাকে জীবিত অবস্তায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মহিলা মাদরাসার শিক্ষার্থী দিনাজপুর কবিরাজহাট এলাকার বাসিন্দা। সে ঠাকুরগাঁও টাংগন মহিলা মাদরাসার শিক্ষার্থী।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে টাংগন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছে ।
পুলিশ জানায়, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪