আসন্ন দিনাজপুর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রাশেদুজ্জামান রাশেদ।
২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে দিনাজপুর জেলা নির্বাচন অফিস চত্বরে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহীনুর ইসলাম প্রামানিক এর হাতে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি রেজিনা ইসলাম, দিনাজপুর জেলা বি এন পির যুগ্ন-আহবায়ক মোস্তফা কামাল মিলন, মোহাম্মদ মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, লালবাবু প্রসাদ কানু।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিমন চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মানিক, জেলা যুবদলের সভাপতি মুন্নাত মুকুল, সাধারণ সম্পাদক এস কে মাসুদ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, জেলা যুবদল নেতা মিজানুর রহমান সাজু, নিশার, তাজ, অর্ণব, এলিন, ফাইসাল, আসলাম, জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, ছাত্রদল নেতা নবাব, মিনার, মাসুদ, দিনাজপুর পৌর বিএনপি সোলায়মান মোল্লা, শামিম খান,খোকা চৌধুরী, হীরা, লিটন, পৌর যুবদল নেতা সামিউল ইসলাম সুমন, কোতোয়ালি যুবদলের আহ্বায়ক নাজমুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল, ইয়াসিন আলি, আজাদ, রেজা, আকবর সহ প্রমুখ। উল্লেখ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। তাই আগামী ২০ অক্টোবর দিনাজপুর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যানে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।