বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে গত সপ্তাহে ছাড়পত্র পেয়েছে ‘বিক্ষোভ’। এ ছবিরই একটি গানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে সেন্সর বোর্ডে সানির সেই আইটেম গান জমা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, বাংলাদেশে বিদেশি অভিনেতাদের অভিনয়ের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হয়। বিদেশের অভিনেতাদের বাংলাদেশের সিনেমায় নিতে গেলে আগে থেকে সেদেশের সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু সানির ক্ষেত্রে তা নেওয়া হয়নি। সেই কারণেই বলিউড তারকার আইটেম গানের দৃশ্যটি বাদ দিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য ছবিটি পাঠানো হয়েছিল।
তিনি বলেন, ‘আচমকাই সানির শুটিংয়ের শিডিউল পাওয়া গিয়েছিল। ছবিতে রাহুল দেবও রয়েছেন এবং তার সঙ্গেও সানির ডেট ম্যাচ হয়ে গিয়েছিল। সেজন্য তড়িঘড়ি গানটি শুট করে নেওয়া হয়েছিল।’
‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তী ও শান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কলকতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। ইতোমধ্যেই মুক্তির ছাড়পত্র পেয়ে গিয়েছে ছবিটি।
সানি লিওনের শুট করা আইটেম গানের এখন কী হবে? এমন প্রশ্নে পরিচালক শামীম বলেন, ‘অল্পদিনের মধ্যে কলকাতার নায়ক আঙ্কুশ হাজরাকে নিয়ে একটি ছবি তৈরি করবে শাপলা প্রযোজনা সংস্থার কলকাতা শাখা। তাতে গানটি ব্যবহার করা হবে। যদিও বিক্ষোভ ছবির টিজারে এখনো সানির নাচের সামান্য দৃশ্য রয়েছে।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪