‘বিগ বস ১৫’ শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর। প্রতিযোগী তালিকার কয়েক জনের নাম প্রকাশ্যে এলেও বাকি খ্যাতনামীদের নাম এখনও জানা যায়নি। আর না-জানা থেকেই শুরু হয়েছে জল্পনা।
সূত্রে জানা গেছে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
রিয়াকে নাকি ‘বিগ বস’ কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে ৩৫ লাখ রুপির প্রস্তাব দিয়েছে। এর আগে এই পর্বে কোনো প্রতিযোগী এত পরিমাণ পারিশ্রমিক পাননি। যদিও এখনও পর্যন্ত এই খবরটি নিশ্চিত করেননি রিয়া বা অনুষ্ঠান কর্তৃপক্ষ।
কিন্তু গত সোমবার নাকি ‘বিগ বস’ স্টুডিওর বাইরে রিয়াকে দেখা গিয়েছিল। তারপর থেকেই জল্পনা তুঙ্গে।
সালমান খানকে ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাব এই প্রতিযোগিতায়। একই সঙ্গে অভিনেতা করণ কুন্দ্রা, প্রতীক সেহজপাল, উমর রিয়াজ, অভিনেত্রী তেজস্বী প্রকাশ, শমিতা শেঠি প্রমুখের নাম উঠে এসেছে এবারের প্রতিযোগী হিসেবে। সেই তালিকাতেই নাকি রিয়ার নামও রয়েছে। কিন্তু এখনও নাম ঘোষণা করা হয়নি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪