সড়ক দুর্ঘটনার বিচার, সারাদেশে বাসের হাফ ভাড়া করা এবং নিরাপদ সড়ক দাবিতে ঢাকার শাহবাগ এলাকায় প্রতীকী মরদেহের কফিন নিয়ে মিছিল করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।
তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা ‘ভাই কবরে, খুনি কেন বাহিরে’/ ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’/ ‘আইন করে হাফ পাস দিতে হবে’ এই স্লোগান ছাত্ররা দিতে থাকেন।
শাহবাগ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান ইত্তেফাক অনলাইনকে বলেন, শান্তিপূর্ণভাবেই শিক্ষার্থীরা মিছিল করছেন। আমরা সতর্ক অবস্থানে আছি, যেন কোনোরকম বিশৃঙ্খলা না হয়। যেন যান চলাচল ব্যাহত না হয়।
সড়কে অনিয় করলে শনিবার রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় ‘লাল কার্ড’ দেখিয়েছে আন্দোলনকারীরা। সেখান থেকে আজকের এই প্রতীকী লাশের কর্মসূচি ঘোষণা করা হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪