অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ইমরুল কায়েস। ঘরোয়া ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিলেও নির্বাচকদের সুনজর পড়ছে না তার ওপর। এরই মধ্যে তাকে নিয়ে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের এক বক্তব্যের পর আবারো আলোচনা তুঙ্গে ক্রিকেট পাড়ায়।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার ব্যাপারে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। সেই প্রসঙ্গে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো পারফর্ম করলে যে কোনো ক্রিকেটারের জন্যই জাতীয় দলের দরজা খোলা। ইমরুলকে অবশ্যই পারফর্ম করেই ফিরতে হবে।
পাপন বলেন, ওয়ানডে অধিনায়ক চাইলেই তো আর হবে না। কাউকে জাতীয় দলে ফিরতে হলে পারফর্ম করেই ফিরতে হবে। আর এতদিন ধরে ইমরুল দলে নেই, কোনোদিন এই কথা বলেনি। এখনই এসব বলা হচ্ছে। বিসিবি সভাপতি বলেন, সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আগে তো পারফর্ম করতে হবে। কেউ ভালো খেললে অটোমেটিক জাতীয় দলে সুযোগ পাবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে না।’
তিনি বলেন, ও (ইমরুল) দলে আসলে কোন পজিশনে খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি চারে ব্যাট করে সে। এসময় পাপন পাল্টা করেন, তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাতে চায়? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। যারা দায়িত্বে আছে কোচ, নির্বাচক তাদের বলতে হবে। মিডিয়াকে বলে লাভ নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (২৪ ডিসেম্বর) সভায় বসেছিল। এটি ছিল এবারের নির্বাচনের পর বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা। এই সভার পর অনেক পরিবর্তন এসেছে সংগঠনটির বিভিন্ন পদে। বিসিবির অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস চৌধুরী। আকরাম খানের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মিডিয়া কমিটির নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ টিটু। এছাড়া বোর্ডের ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব পেয়েছেন আকরাম খান।
এছাড়াও গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছেন খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা, হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম, স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম ও ভাইস চেয়ারম্যান টিটো।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪