দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন কেক কেটে পালিত হয়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছাত্রদলের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৬তম জন্মদিন কেক কেটে পালিত হয় এবং জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সু-স্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী জিয়াবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, মোঃ জনি, মোঃ শাহেদ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ অস্ট্রিন, আনোয়ারুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ নয়ন, ছাতদল নেতা মোঃ সাবু ধ্রুব, সোহাগ, মোঃ ছাব্বির, মোঃ রিপন, মোঃ আকাশ প্রমুখ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন। কেক কাটার পর হাফেজ ক্বারী মোঃ বেলাল আহমেদ মিলাদ মাহফিল ও দোয়া করেন। আয়োজনে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী শাখা।