ভারতের সুপারস্টার প্রভাস তিনি বিশ্বজুড়েই খুব পরিচিত। এবার এক ভক্তকে দামি ঘড়ি উপহার দিলেন ভারতের এই তারকা।
এক ভক্ত তাঁর মাথায় প্রভাস নামে ট্যাটু এঁকেছেন। ভক্তের এই নিবেদনে যারপরনাই প্রফুল্ল অভিনেতা।
ভক্তের ভালোবাসায় সাড়া না দিয়ে পারলেন না প্রভাস এবং নিজের বাসায় দাওয়াত দেন সেই ভক্তকে। অনেক গল্প করেন। পরে তাঁকে একটি দামি ঘড়ি উপহার দেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪