যানজটে আটকে থাকার দিন এবার শেষ হতে চলছে। ২০২৫ সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।
রাজধানী থেকে বিভিন্ন শহরের বিমানবন্দরে চলবে এয়ার ট্যাক্সি। এতে যাতায়াতের সময় অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।
এয়ার ট্যাক্সি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে।
পরিবহণ মন্ত্রণালয় ধারণা করছে, এয়ার ট্যাক্সি ৩০ থেকে ৫০ কিলোমিটারি দূরত্বে যাতায়াতের সময় ১ ঘণ্টা থেকে ২০ মিনিটে কমিয়ে আনবে। সাধারন গাড়িতে যে পথ যেতে এক ঘণ্টা সময় লাগে এয়ার ট্যাক্সিতে একই পথ ২০ মিনিটেই
দেশটি পরিবহন মন্ত্রী জানান, আশা করা হচ্ছে এটি মানুষের দৈনন্দিন জীবনের বহুল ব্যবহৃত একটি পরিবহনে পরিণত হবে।
এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো রোটরের সাহায্যে উঠানামা করতে পারে। চালক ছাড়াও অটোপাইলটের মাধ্যমে এই এয়ার ট্যাক্সি
তবে এয়ার ট্যাক্সিতে যাত্রী থাকলে অবশ্যই ট্যাক্সিতে একজন চালক থাকতে হবে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান
২০২৫ সালে বাণিজ্যিক ভাবে এর কার্যক্রম শুরু হলে সিউলের ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল সিউলে এয়ার ট্যাক্সিতে যেতে ৯৩ ডলারের মতো ভাড়া লাগবে বলে ধারণা করা হচ্ছে। যা রাস্তায় চলাচল করা ট্যাক্সিগুলোর চেয়ে অনেক বেশি।
তবে এই ট্যাক্সির যদি বেশি ব্যবহার শুরু হয় তাহলে ২০৩৫ সাল নাগাদ ভাড়া ১৭ ডলারে নেমে আসবে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪