দিনাজপুরের বিরলে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর মেম্বার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শফিকুল ইসলাম (১৫)। তিনি একই গ্রামের আইনুল হকের ছেলে। আহতরা হলেন, লিটন চন্দ্র রায় (২৮) ও বিষ্ণু চন্দ্র রায় (২৫)।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মাটি কাটার কাজ করার সময় হঠাৎ কিশোর শফিকুল ইসলাম প্রতিবেশী লিটন চন্দ্র রায়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে অসাবধানতাবশত পড়ে যায়। এ সময় কিশোরকে উদ্ধার করতে গিয়ে বাড়ির মালিক লিটন চন্দ্র রায় ও প্রতিবেশী বিষ্ণু চন্দ্র রায়ও অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত লিটন চন্দ্র রায় ও বিষ্ণু চন্দ্র রায় হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪