বিশ্বজুড়ে আতেঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নতুন এই ধরনটি। ওমিক্রনের বিস্তার ঠেকাতে ইউরোপের দেশগুলো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।
সংক্রমণ বাড়ায় ফ্রান্স, সাইপ্রাস ও অস্ট্রিয়ার মন্ত্রীরা ভ্রমণ বিধিনিষেধ কঠোর করার ঘোষণা দিয়েছেন। নববর্ষ উদযাপন উপলক্ষে প্যারিসে আতশবাজি পোড়ানোর আয়োজন বাতিল করেছে। ডেনমার্ক সব থিয়েটার, কনসার্ট হল, বিনোদন পার্ক ও জাদুঘর বন্ধ ঘোষণা করেছে।
আয়ারল্যান্ডে রাত ৮টা থেকে পাব ও বারগুলোতে কারফিউ জারি করেছে এবং ঘরে-বাইরের সব ধরনের অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি সীমিতের নির্দেশ দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, ভাইরাসের পুনঃসংক্রমণ থেকে জীবন ও জীবিকা বাঁচাতে নতুন বিধিনিষেধের প্রয়োজন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪