মেক্সিকোর মধ্যাঞ্চলে মঙ্গলবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রেলার ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।
পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে একটি ট্রেলারের সাথে বাসটির সংঘর্ষ হয় এবং এতে ১৬ জন নিহত হন। এছাড়া আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইএনএম এর তথ্যানুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো সালাদো কার্নিজা বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্ত চলছে। তবে তিনি বলেছেন যে, বাসটি সম্ভবত দ্রুত গতিতে চলছিল।