
আসামিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা মামলার এক আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের ঘুনিয়াতলা বিদ্যালয় মাঠ এঘটনাটি ঘটে।
নিহত ওই আসামির নাম মো. রবিন (২২)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছোট বোন মোছা. খুশি বলেন, দুপুরে আমার ভাই রবিন বাসায় শুয়ে ছিলেন। দুপুর ১টার সময় তার দুই বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে বাঁশবাড়িয়া বিদ্যালয় মাঠে যান। কিছুক্ষণ পরেই তিনি খবর পান তার ভাইকে হত্যা করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, রবিনের মাথায় ও পায়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।
বগুড়া সদর থানার ওসি জানান, প্রায় ২ বছর আগে একই এলাকার নয়ন নামের এক যুবক খুন হন। সেই খুনের মামলার আসামি ছিলেন রবিন। মামলাটি আদালতে বিচারাধীন। রবিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪