তামিল অভিনেত্রী মীরা মিঠুনকে গ্রেফতার করেছে ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্যের কারণে এ অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
তাকে গ্রেফতারের উদ্দেশে পুলিশ বাসায় গেলে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন মীরা। এক ভিডিওবার্তায় তিনি বলেন, পুলিশ যদি আমার ধারেকাছেও ঘেঁষে তা হলে আমি আত্মহত্যা করব।
তবে এমন হুমকি দিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না এই অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, একটি বিশেষ গোত্রের মানুষের মনে আঘাত দিয়ে সাইবার অপরাধ করেছেন মীরা। সম্প্রতি মুখরা মীরার দলিত গোত্র ও এই গোত্রের চলচ্চিত্র সংশ্লিষ্টদের কটাক্ষ করে একটি ভিডিও প্রকাশ করেন মীরা মিঠুন।
ভিডিওটিতে মীরাকে বলতে দেখা যায়, ‘দলিত গোত্রের লোকদের নানা অপকর্মের কারণে অন্যরা সমস্যায় পড়েন। চলচ্চিত্র অঙ্গন থেকে দলিত গোত্রের লোকজনকে বের করে দেওয়া উচিত।’
ইউটিউবে অবমুক্ত হওয়ার পর পরই মীরার ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে দলিত গোত্রের কয়েকজন নেতা মীরার বিরুদ্ধে অভিযোগ করেন।
দক্ষিণের রাজনৈতিক দল ভিসিকে এর প্রধান ও ভারতের সংসদ সদস্য তোল ত্রিরাম বলবান এ অভিনেত্রীকে গ্রেফতারের দাবি জানান। পরে চেন্নাই পুলিশ কেরালা থেকে মীরাকে গ্রেফতার করে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪