
কলাবাগানে মিললো ভিক্ষুকের গলাকাটা দেহ
দিনাজপুরের বিরল উপজেলায় ওয়াহেদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধামইড় ইউনিয়নের দারইল মন্ডলপাড়ায় একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মানসিক প্রতিবন্ধী ওয়াহেদ আলী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
জানা গিয়েছে, দুপুর ১টার দিকে স্থানীয় আবু সিদ্দিক নামের এক ব্যক্তি কলাবাগানে কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় ওয়াহেদ আলীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর ১২টার দিকেও ওয়াহেদ আলীকে বাজারে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।