
মাছরাঙায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ‘
হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখেই আয়োজন করা হয়েছে এই ভিন্নধারার রিয়েলিটি শো।
যারা শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেসব প্রতিভাবান সংগীতশিল্পীদের বড় মঞ্চে গান করার সুযোগ করে দেবে ‘স্কয়ার সুরের সেরা’।
স্কয়ার গ্রুপের পরিচয়পত্র বহনকারী যে কোনো সদস্য এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করতে পাবেন।
এছাড়া গুণী সংগীতশিল্পীদের সামনে রেখে নিজের প্রতিভা তুলে ধরা, সংগীত শিক্ষকদের কাছে গানের প্রশিক্ষণ নেয়া, দেশব্যাপী পরিচিতি ও পরবর্তীতে বিনোদন জগতে নিয়মিত গান করার সুবর্ণ সুযোগ রয়েছেই, পাশাপাশি ‘স্কয়ার সুরের সেরা’র সেরা বিজয়ী পাবেন নগদ ৫ লাখ টাকা এবং প্রথম রানারআপ ৩ লাখ, দ্বিতীয় রানারআপ ১ লাখ এবং চতুর্থ ও পঞ্চম যারা হবেন তারা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।
১২ নভেম্বর থেকে ‘স্কয়ার সুরের সেরা’র অডিশন পর্ব শুরু হবে । সারা দেশের স্কয়ার গ্রুপের কর্মীদের মধ্যে থেকে অডিশন রাউন্ডে প্রাথমিক বাছাইকৃত শিল্পীদের নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে স্টুডিও রাউন্ড।
স্টুডিও রাউন্ডের মূল বিচারকের আসনে থাকছেন ৩ জন গুণী শিল্পী তারা হলেন : সংগীতশিল্পী রুমানা ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী এসআই টুটুল এবং জনপ্রিয় ও মেধাবী সংগীত পরিচালক সংগীতশিল্পী পিন্টু ঘোষ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মৌসুমী মৌ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪