হিরো আলম একের পর এক চমক দেখিয়েছেন তার অনুরাগিদের। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে হিরো আলমের অনুসারীর সংখ্যা কম নয়। তার অফিসিয়াল ফেসবুক পেজটিও ছিল ভেরিফায়েড। মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। কিন্তু হঠাৎ হিরো আলমের নামের পাশের সেই ব্লু-ব্যাজ উধাও!
এ প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, আমার পেছনে কেউ না লাগলে আমি কারও পেছনে লাগি না।’
তিনি আরও জানান, ‘কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে জানার চেষ্টা করতেছি এব ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গেল ১০ ডিসেম্বরে ‘পালালো পালালো মুরাদ হাসান’ নামের একটি গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। তার ফেসবুক পেজেও গানটির ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। ঘটনাক্রমে সেদিন থেকেই তার পেজের ব্লু-ব্যাজ উধাও!
সেই গানটি নিয়ে তিনি বলেন, ‘আপনাদের আমি বলেছিলাম, মুরাদ হাসানের একটা গান আপনাদের শোনাব। একটু র্যাপ টাইপের করেছি গানটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের বিনোদন দিয়েই যাব।’
এর আগে ১১ ডিসেম্বর নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেন ডা. মুরাদেরকে নিয়ে যেখানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যেসব এমপিরা ক্ষমতার দাপট দেখাচ্ছেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। বহিষ্কার করলে তারা ঠিক হবে না।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪