একটি সুইসাইড নোটসহ রেললাইনের পাশে মিললো ভারতের কর্নাটকের বিধান পরিষদের ডেপুটি স্পিকার এস এল ধর্মেগৌড়ার মরদেহ। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ধর্মেগৌড়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নিজের গাড়িতে করে বাড়ির বাইরে যান ডেপুটি স্পিকার। এ দিন তার গতিবিধি সম্পর্কে নিরাপত্তারক্ষীদের অবহিত করেননি। ড্রাইভার ছাড়া তার সঙ্গে কেউ ছিলেন না। একটি জায়গায় পৌঁছে ড্রাইভারকেও তিনি গাড়ি নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। জানান, তিনি নিজেই বাড়ি ফিরবেন কিছুক্ষণের মধ্যে।
পরবর্তীতে রাত দশটা বেজে গেলেও ধর্মেগৌড়া বাড়ি ফিরে না আসলে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত রাত দুইটার দিকে গুণাসাগর এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় তার প্রাণহীন দেহ। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার কয়েকজনের থেকে ট্রেন চলাচলের সময় নিয়ে খোঁজখবর নিয়েছিলেন ধর্মেগৌড়া। পুলিশের অনুমান, এর পরেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ডেপুটি স্পিকার।
৬৪ বছর বয়সি জেডিএস নেতা ধর্মেগৌড়া কিছু দিন আগেই সংবাদ শিরোনামে হয়েছিলেন। তাকে ঘিরে কর্নাটক বিধান পরিষদে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিজেপি সদস্যদের চাপে বিধান পরিষদের চেয়ারম্যানের আসনে বসে পড়েছিলেন তিনি। পরে সেই চেয়ার থেকে তোলার জন্য অধিবেশনের মধ্যেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসের সদস্যরা।
এমনকি, ওই আসনে চেয়ারম্যানকে বসানোর জন্য ধর্মেগৌড়াকে হাত ধরে টেনে নামিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পরে বিধান পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করা হয়েছিল। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ডেপুটি স্পিকারের মৃত্যুর খবর সামনে আসতেই বিভিন্ন দলের নেতা, মন্ত্রীরা শোকপ্রকাশ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া বলেছেন, ‘ধর্মেগৌড়া ছিলেন একজন শান্ত, নিরীহ স্বভাবের মানুষ। তার মৃত্যুতে রাজ্যের বিরাট ক্ষতি হল।’ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪