আগামী (১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
আরও জানানো হয়েছে, ছাত্রদের বাসে অর্ধেক ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং অর্ধেক ভাড়া প্রদানের সময় ছাত্রদের-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে।
সরকারি ছুটির দিন, সপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমী ছুটি ও অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর থাকবে না। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মেট্টো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪