
রোগীকে বাঁচাতে ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে গেলেন ডাক্তার
রাস্তায় ব্যাপক যানজট। কিন্তু গাড়িতে বসে অপেক্ষা করার মতো জো নেই। কারণ, হাসপাতালে পৌঁছেই তাকে অস্ত্রোপচার করতে হবে। সেজন্য সকাল থেকে অপেক্ষায় রয়েছে রোগীরা।
এই ভেবে দেরি না করে মাঝপথে গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার রাস্তা ৪৫ মিনিট দৌড়ে পেরিয়ে হাসপাতালে পৌঁছালেন ভারতের বেঙ্গালুরুর এক চিকিৎসক।
বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক গোবিন্দ নন্দকুমারের এই কাজ পছন্দ হয়েছে সাধারণ মানুষের।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রবল বৃষ্টির জেরে রাস্তায় পানি জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তার গাড়ি।

সেদিন হাসপাতালে গিয়েই রোগীদের গলব্লাডার অস্ত্রোপচার করার কথা ওই চিকিৎসকের। রোগীদের কথা ভেবেই শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হাসপাতালের উদ্দেশে দৌড় শুরু করেন নন্দকুমার।
চিকিৎসক নন্দকুমার জানান, আমাকে মণিপাল হাসপাতালে পৌঁছাতেই হতো। প্রবল বৃষ্টি ও জমা পানির জেরে কয়েক কিলোমিটার রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে তারা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতিও রয়েছে। রোগীদের কথা ভেবে যেভাবে দৌড়ে হাসপাতালে গেলেন ওই চিকিৎসক, তাতে খুশি সাধারন মানুষ ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪