এসএসসি (SSC) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া, এইচএসসি (HSC) পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ।
আজ (১৭ জুলাই) রবিবার দুপুরে সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে এ কথা জানান দীপু মনি ।
দীপু মনি বলেন, ‘সব পরিস্থিতি বিবেচনা করে আমরা আশা করছি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আমরা এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দের মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে।’
যদিও এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের আরও কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর ২ দিন আগে তা স্থগিত করা হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪