ভারত থেকে সরকারি পর্যায়ে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের জিসিবি ৪ নম্বর জেটিতে ভিড়েছে ‘এমভি সেঁজুতি’ জাহাজ। ৪ হাজার ১১৩ দশমিক ৫ মেট্রিক টন চাল এসেছে প্রথম চালানে। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে নিয়ম অনুযায়ী বন্দরের পাইলটের তত্ত্বাবধানে টাগবোটের সাহায্যে জাহাজটি বহির্নোঙর থেকে এনে জেটিতে বাঁধা হয়।
জাহাজটির স্থানীয় এজেন্ট সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোয়ারের সময় জাহাজটি জেটির কাছাকাছি নিয়ে আসা হয়েছে। ভাটার সময় জাহাজটি ঘুরিয়ে জেটিতে বাঁধা হবে। এরপর খালাস কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম খাদ্য বিভাগের চাল সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের প্রধান আবু নঈম মোহাম্মদ সফিউল আলম জানান, প্রথম ধাপে ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে ভারত থেকে। এর মধ্যে যত চাল আমদানি হবে তার ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস হবে, বাকি ৪০ শতাংশ মোংলা বন্দরে খালাস হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে চাল আমদানি হয়েছিল সরকারি পর্যায়ে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪