মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি বানচাল করতেই এই হামলা করা হয়েছে।
হামলার সময় হামলাকারীরা প্রায় ৫০ বস্তা খাবার লুট করে নিয়েছেন। আর এদিকে খাবার না পেয়ে ফিরে গেছেন হতদরিদ্র লোকজন।
পবিত্র রমজান উপলক্ষে গত ২৬ মার্চ থেকে পুরান ঢাকার ৩০টি ওয়ার্ডে ৬০০০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণে এই কর্মসূচি শুরু করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। ইতিমধ্যে প্রায় ১৫টি ওয়ার্ডে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় পুরান ঢাকার বেচারাম দেউরি ও বিকেল সাড়ে ৪টায় নাজিমউদ্দিন রোডে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. মিঠু বলেন, বেচারাম দেউরির পর নাজিমউদ্দিন রোডে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়। শৃঙ্খলার সঙ্গেই সব কিছু চলছিল। কিন্তু বিকেল ৫টার দিকে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে কর্মসূচিতে হামলা করেন ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর অনুসারী মো. আরিফ হোসেন, মো. সাদী, মো. রিহাদ, রেজাউল করিম দিপু। এতে সংগঠনের স্বেচ্ছাসেবক তোফাজ্জল হোসেন জয়, রায়হান আলম, তামজিদ হোসেন আরিয়ান নামে ২ জন আহত হন।
এদিকে ওই ঘটনার সঙ্গে নিজের লোকদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, মহল্লার প্রকৃত গরিব মানুষদের খাদ্য সহায়তা না দিয়ে নিজেদের পছন্দের লোকজনের তালিকা করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। খবর পেয়ে বঞ্চিত লোকজন খাবার ছিনিয়ে নিয়েছে। আমি আর আমার লোকজনের নাম এই ঘটনায় জড়ানো হচ্ছে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪