
মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি!
এই ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন সকালে। ২০ বছরের একটি মেয়েকে স্কুটারসহ গাড়ির নিচে পড়ার পরও টেনে নিয়ে যাওয়া হয় ১২ কিলোমিটার!
মেয়েটির পরিবার আরও দাবি করেছে, তাকে যৌন হেনস্তাও করা হয়েছে।
সেই ঘাতক গাড়িটিতে ৫ জন পুরুষ ছিলেন, তাদের সবাইকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ বলেছে, মেয়েটির স্কুটিকে আঘাত করার পর গাড়িটি তাকে ১০-১২ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
মেয়েটির মা বলেছেন, ‘এই দুর্ঘটনায় তার শরীরের সব জামা-কাপড় খুলে যাওয়া কথা না। যখন তাকে খুঁজে পাওয়া যা তখন সে ছিল সম্পূর্ণ বিবস্ত্র। আমি এই ঘটনার পরিপূর্ণ তদন্ত দাবি করছি।’