জঙ্গল থেকে লোকালয়ে চিতাবাঘের ঢুকে পড়ার খবর প্রায়ই শোনা যায়। তবে এই চিতাবাঘ এবার এক স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে পড়েছে এবং শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে আক্রমণও করেছে চিতাটি। আর সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনার হাড়হিম করা ভিডিও। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের আলীগড়ের নিহাল সিংহ ইন্টার কলেজের স্কুল শাখার একটি শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল। হঠাৎ স্কুলের ভেতর চিতাবাঘ ঢুকে পড়ে। স্কুলের মাঠে কিছুক্ষণ ঘোরাফেরার পর চিতাবাঘটি ক্লাসরুমে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে তারা ছোটাছুটি শুরু করে। ক্লাসরুমের দরজা থেকে বের হওয়ার সময় এক ছাত্র চিতাবাঘের সামনে পড়ে যায়। এ সময় তার উপর আক্রমণ করে চিতাটি। চিতাবাঘের আক্রমণে আহত হয় ছাত্রটি।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্কুলে চিতাবাঘের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্থানীয় বনবিভাগ ও পুলিশকে খবর দেয়। তারা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে।
আহত ছাত্রটি আশঙকামুক্ত বলে জানা গেছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪