দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে হাজির হয়ে বিরূপ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন।
জাহাঙ্গীর আলম গত ২ আগস্ট খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুপ্রিমকোর্টের চার আইনজীবী হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন আদালত অবমাননার আবেদন করেন। এতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।
আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট জাহাঙ্গীর আলমকে তলব করেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার তলবে হাজির হয়ে তিনি আদালতের কাছে বিরূপ মন্তব্যের জন্য ক্ষমা চান।
আদালত অবমাননার আবেদনটি ১২ অক্টোবর শুনানির জন্য ধার্য করেছেন। ওইদিন জাহাঙ্গীর আলমকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪