তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। ইট-কংক্রিটের স্তূপের মধ্যে জীবিত অথবা মরদেহের সন্ধানে এখনও চলছে উদ্ধারকাজ।
জনা গিয়েছে, কেবল তুরস্কেই নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। আর প্রতিবেশী সিরিয়ায় প্রাণ গেছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের।
আলজাজিরার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৩ হাজার ৫৫৩ জন ছাড়িয়ে গেছে। আর তুরস্কে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৩২৭ জন। ফলে ৫ দিন আগের এই ভূমিকম্পে উভয় দেশে মারা গেছেন ২৫ হাজার ৮৮০ জন।
৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।