পূর্ব শক্রতার জেরে নাটোরের পৌর যুবলীগ নেতা মিঠুন আলীর ডান হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষেরা । এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আরও ৫ জন আহত হয়েছেন। মিঠুন আলীকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মিথুন নাটের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা গিয়েছে, রাত ৯টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় থেকে ১০-১২ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিঠুন আলী তার বাড়িতে ফিরছিলেন। এসময় পথে বলারীপাড়া এলাকায় ২০-৩০ জন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে । এসময় কয়েকটি রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। একটি পর্যায়ে, প্রতিপক্ষের লোকেরা মিঠুনের চোখে মরিচের গুঁড়া মেশানো পানি ছুড়ে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে মিঠুনের ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এই সময় বলেন, ‘হামলার সঙ্গে জুড়িতদের আটক করতে অভিযান চলছে । তবে এই ঘটনায় আমরা এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পেয়েনি।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪