মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রীকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ ঋতু চক্রবর্তী (১৮) উপজেলা ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের রাম প্রসাদ চক্রবর্তীর মেয়ে।
ঋতু ঢাকার লালমাটিয়া কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পরিবার।
জানা গেছে, গত ১৯ আগস্ট সকালে ঋতু বাড়ি থেকে থেকে বের হন। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন।
মেয়ের সন্ধান না পেয়ে গতকাল বৃহস্পতিবার মা মিতা রানী ঘোষাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ ছাত্রীর বাবা রাম প্রসাদ চক্রবর্তী জানান, ঢাকার লালমাটিয়া থেকে এইচএসসি পাস করেছে তার মেয়ে। সিরাজদিখান থেকে ঢাকায় যাতায়াত করে বিশবিদ্যালয়ের ভর্তি কোচিং করত সে।
যাতায়াতের অসুবিধা হওয়ায় মোহাম্মদপুরে কিছুদিন হলো মেয়ের জন্য একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঋতু চক্রর্বতীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রঙ উজ্জল শ্যামলা, চুল লম্বা, মুখমন্ডল গোলাকার, পরনে তার হলুদ রঙের থ্রিপিস ছিল।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। নিখোঁজের রহস্য উদঘাটন ও তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪