পাঁচ দিনের মধ্যে আফগানিস্তানের অষ্টম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান। মঙ্গলবার ফারাহ ও পুল-ই-খুমারি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।
সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ফারাহ এবং বাঘলান প্রদেশ দুটোই বর্তমানে তাদের কবজায়। প্রাদেশিক পার্লামেন্ট, কেন্দ্রীয় কারাগার ও পুলিশ হেডকোয়ার্টারের ওপর সাদা পতাকা উড়িয়ে নিজেদের নিয়ন্ত্রণ জানান দেয় তালেবান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ’র মাধ্যমে ইরান সীমান্ত ক্রসিংয়ের ওপর পুরোপুরি দখল পেল সংগঠনটি।
অন্যদিকে, পরাজয় স্বীকার করে শহরের বাইরে একটি ঘাঁটিতে সরে গেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। এছাড়াও, মাত্র ২ ঘণ্টা লড়াইয়ের পর পুল-ই-খুমারি থেকে পিছু হঠতে বাধ্য হয় সরকারি বাহিনী।
ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুসারে, আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা বর্তমানে তালেবানের দখলে। আরও ১১টি প্রাদেশিক রাজধানী দখলের দ্বারপ্রান্তে তারা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪