
রংপুরে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস
দুইদিনের ব্যবধানে রংপুরে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস । দিনের ঝলমলে রোদে কিছুটা গরম উপলব্ধি হয়েছে। তবে সন্ধ্যার পরে শীত থাকছে। আবহাওয়া অফিস বলছে, আপাতত শৈত্য প্রবাহের শঙ্কা নেই। তবে শীত বাড়া-কমার মধ্যে থাকবে।
রংপুর আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে, এবছর রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এরপর ২৩ জানুয়ারি সর্বনিম্ন ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা এসে ঠেকেছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। ২ দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের মতে, চলতি বছর জানুয়ারিতে শীতের তীব্রতা অন্যান্য বছরগুলোর তুলনায় কিছুটা বেশি ছিল। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। ফলে ফসল ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল। কৃষক’রা আলু ও বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত ছিলেন। গত ২ দিনে আবহাওয়ায় দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মানুষজনের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
মঙ্গলবার দুপুরের ঝলমলে রোদ দেখে পথচারীদের বলতে শোনা গেছে, প্রকৃতি থেকে এবারের মতো শীত বিদায় নিচ্ছে। শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিন তাপমাত্রা কিছুটা করে বাড়তে থাকবে। শীতের মাত্রা কিছুটা ওঠানামা করতে পারে।