ভোটগণনায় প্রাথমিকভাবে অনেক ব্যবধান বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, ভোট প্রবণতায় ২০৮টি আসনে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১০০ আসন পার করতে পারেনি বিজেপি। দলটি এগিয়ে ৮০ আসনে। এই প্রবণতা বজায় থাকলে প্রশান্ত কিশোরের দাবিই মিলতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
রাজ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯২ আসনে। এর মধ্যে ২০৮ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। রাজ্যের সরকার গঠন করতে দরকার ১৪৮ আসন, যা ইতোমধ্যে অর্জন হয়ে গেছে তৃণমূলের। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়েছিল বিজেপি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪