
চীনের তুমুল আপত্তি ও হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানের কাছে ৬১৯ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি তাইওয়ানকে এফ-১৬ বিমানসহ আধুনিক সমরাস্ত্র দেওয়ার এই চুক্তি অনুমোদন করেছে।
বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই প্যাকেজের আওতায় তাইওয়ানের কাছে ১০০টি হাই-স্পিড অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ২০০ এআইএম-১২০সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার ও প্রশিক্ষণের জন্য ডামি ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের দাবি, তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াতে, দেশটির আকাশসীমা নিয়ন্ত্রণে রাখতেছে।
এছাড়াও চীনা আগ্রাসন রুখতে তাইওয়ানকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।