
‘স্ববিবাহ’ করলেন সেই তরুণী
বিতর্ক আর সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে ‘স্ববিবাহ’ অর্থাৎ নিজেই নিজেকে বিয়ে করলেন ভারতের গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু। নিজেই নিজেকে পরালেন সিঁদুর। হলো নাচ, গান; প্রথা মেনে বিয়ের সব রীতি পালন। এটিই ভারতে প্রথম সোলোগামি বা ‘স্ববিবাহ’।
এই বিয়ে ১০ জনকে আমন্ত্রিত করে ঘরোয়া অনুষ্ঠানে বুধবার সম্পন্ন হয়। যদিও ক্ষমা বিন্দু আগেই জানিয়েছিলেন যে, তিনি নিজেই নিজেকে বিয়ে করছেন। এরপর থেকে নানা বিতর্ক দানা বাধে এই বিয়ে নিয়ে।
বিতর্কের মাঝে বিয়ের তারিখ ১১ জুন থেকে এগিয়ে নিয়ে আসেন ক্ষমা। মিনিট চল্লিশের ভেতরেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২৪ বছর বয়সী ক্ষমা বললেন, ‘এবার আমি নিজেকে বিবাহিতা বলতে পারব।’ কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরিহিতা ক্ষমার ছবি নজর কেড়েছে।
নিজের বিয়ের কিছু ছবি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । সেখানেই নজরে আসে, ক্ষমার বিয়েতে কতটা আনন্দে মেতে ছিলেন তার বান্ধবীরা!
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪