রাজধানীর আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারর সময় তাদের কাছ থেকে চাঁদার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, রোববার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করা কালে নগদ ৪২৩০ টাকা ও ৮টি মোবাইলসহ ১০ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
দির্ঘদিন থেকে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছে তারা । যদি কেউ চাঁদা দিতে না চায় তখন তারা প্রাণনাশের হুমকি ও ওই স্থান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে চাঁদার টাকা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমাদের ফেইসবুক : ট্রাস্ট নিউজ ২৪