চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রায়ই হয় বিভিন্ন জায়গায় যেটা কোনোভাবেই রোধ করা যাচ্ছেনা। চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় ইন্দোনেশিয়া ও কোরিয়া থেকে আমদানীকৃত নতুন ইঞ্জিন ও কোচ ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া আহত হচ্ছেন যাত্রীরা।
গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সবচেয়ে আধুনিক ও উচ্চগতির ট্রেন ‘সোনার বাংলা’য় আবারো পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ট্রেনের জানলার গ্লাস ভেঙ্গে নাজিম উদ্দিন নামের একজন যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দুপুরের দিকে ফেনী পৌঁছালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রোবাবার দুপুরের দিকে সোনার বাংলা ট্রেনটি ফেনীতে পৌঁছালে পাথর ছুঁড়তে শুরু করে র্দুবৃত্তরা। এতে ট্রেনটির কাঁচ ভেঙে মাথায় আঘাত পান নাজিম উদ্দিন নামে এক যাত্রী।
এই ব্যাপারে রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে নিয়মিত আমরা নিয়মিতই সচেতনতা মূলত কর্মসূচি পালন করে আসছি। তারপরও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। যেখানেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে-আমরা সাথে সাথে সেখানে আমাদের অফিসার পাঠাচ্ছি ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ।
এদিকে ফেনীর সহদেবপুর এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার পরপরই বিট পুলিশিং কার্যক্রমের উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় লাকসাম রেলওয়ে থানার ওসি মো জসিম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে একটি সভা বসে যেখানে তিনি রেলওয়ে স্টেশন এবং রেললাইনের আশে পাশে লোকজনদের ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং এসকল কর্মকান্ডের কুফল সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের এবং স্কুল, মাদ্রাসা পড়ূয়া বাচ্চাদের পাথর নিক্ষেপের কূফল, ভয়াবহতা সংক্রান্তে ধারণা দেওয়া হয়। এছাড়াও পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪