দিনাজপুরের বিরামপুরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাবাগান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ জরিমানা করেন।
তারা হলেন- এসকে মেডিসিনকে দুই হাজার, স্বাধীন ফার্মেসিকে ১০ হাজার ও মোহাম্মদ মেডিসিন ফার্মেসি তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, শহরের কলা বাগান এলাকার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।