কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় ফাতেমা বেগম ওরফে আনোয়ারা (৪০), হালিমা বেগম (৩২) ও আসমাউল হুসনা (২৬) নামের ৩ বোনকে গ্রেপ্তার করেছে র্যাব।
হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিয়ামত আলী রোড থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, “অভিনব পদ্ধতিতে এই ৩ বোন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম এসেছিলেন। গোপন সংবাদের পেয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
এসময় তাদের কাছে থাকা সবজির ব্যাগ তল্লাশি করে কচুর ভেতর ১৮ হাজার ৬০ ইয়াবা পাওয়া যায়।
মেহেদী বলেন, “ছুরি দিয়ে কচু কেটে ভেতর থেকে সব বের করে কৌশলে ইয়াবা রেখে আঠা দিয়ে আবার জোড়া লাগানো হয়েছিল। তার সঙ্গে রাখা হয়েছে টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি, যাতে ইয়াবা পাচারের বিষয়টি কেউ সন্দেহ করতে না পারে।”
র্যাব কমান্ডার মেহেদী বলেন, “এবারও তারা ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার সময় সঙ্গে পাঁচ মাস থেকে দুই বছর বয়সী তিন শিশুকে সঙ্গে রেখেছিলেন, যাতে কেউ সন্দেহ করতে না পারে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪