
পদ্মা সেতুর টোল ‘পকেট কাটবে’ যাত্রীদের!
পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে ১,২০০ টাকা, মাইক্রোবাসে ১,৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১,৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২০০০ টাকা, বড় বাসে (৩ এক্সেল) ২,৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকা, মাঝারি ট্রাকে (৫ টনের বেশি থেকে ৮ টন) ২,১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২,৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫,৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা ও ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১,৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।
এর আগে ফেরিতে টোল ছিল, মোটরসাইকেলে ৭০ টাকা, কার বা জিপে ৫০০ টাকা, পিকআপ ভ্যানে ৮০০ টাকা, মাইক্রোবাসে ৮৬০ টাকা, ছোট বাসে ৯৫০ টাকা, মাঝারি বাসে ১,৩৫০ টাকা, বড় বাসে এক হাজার ৫৮০ টাকা, ৫ টন পর্যন্ত ট্রাকে ১,০৮০ টাকা, ৫ থেকে ৮ টন পর্যন্ত ট্রাকে ১,৪০০ টাকা, ৮ থেকে ১১ টন পর্যন্ত ট্রাকে এক হাজার ৮৫০ টাকা ও ৩ এক্সেলের ট্রাকে ৩,৯৪০ টাকা।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪