
মহাকাশে সিনেমার শুটিং করবেন টম ক্রুজ !
এনওয়াই পোস্টের প্রতিবেদন বলছে, নির্মাতা ডগ লিমান সিনেমাটি নির্মাণ করবেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজের আসন্ন এই সিনেমার কিছু অংশের শ্যুটিং হবে। অভিনেতা স্পেসওয়াক করবেন, অর্থাৎ মহাশূন্যে হাঁটবেন বলেও জানা যাচ্ছে । সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন টম।
জানা গিয়েছে, সব ধরণের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন টম ক্রুজ।
সিনেমাটির প্রযোজনা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্টের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর আগে টম ক্রুজই তো আমাদের পর্দায় মহাকাশে নিয়ে গিয়েছিলেন। এবার হয়তো সত্যিই তাকে নিজেকেও মহাকাশে গিয়ে অভিনয় করতে হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪