দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাহিম বাবু ওরফে গোলাপ (২৫) কে হাতেনাতে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাটি গত ২৮ আগস্ট শুক্রবার আনুমানিক দুপুর ১২টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভিতরপাড়ায় ঘটেছে। ধৃত গোলাপ ওই গ্রামের ভিতরপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, একটি গোপন মাধ্যমে খবর পান যে গোলাপ মাদক বিক্রির জন্য তার বাড়িতে অবস্থান করছে। এসময় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের নির্দেশে এস আই এমদাদুর ও এ এস আই আশরাফুল ইসলাম তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ গোলাপকে হাতেনাতে আটক করেন। ধৃত গোলাপ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কোর্টে সোর্পদ করা হয়েছে। ছবি আছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪