দিনাজপুর সদর উপজেলার লক্ষীতলা ৮ নং শংকরপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক হত্যায় আসামীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার লক্ষীতলা বাজারে ঘন্টাবাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকার সর্বস্তরের জনগন।
ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ এ সময় মানববন্ধনে দোকানপাঠ-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকলেই অংশগ্রহন করেন।
নিহত আবু বক্কর সিদ্দিক এর স্ত্রী বেবি নাজমিন, ইউনিয়ন যুলীগের সভাপতি আসাদুজ্জমান সাগর ও আওয়ামীলীগ সহ এলাকার ব্যবসায়ীরগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত ২ জুন প্রকাশ্যে যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিককে সন্ত্রাসি মাজিদুর রহমান ও নাজমুল হোসেন সহ বেশ কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করে।
হত্যা ঘঁটনার ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ১১ আসামীর মধ্যে কেউ গ্রেফতার হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো মামলা তুলে নিতে বাদিকে হুমকি দিচ্ছে।
মামলার বাদি বেবি নাজনিন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন,দুই ছেলে-মেয়ে নিয়ে উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে কস্টে দিন কাটাচ্ছেন।