দিনাজপুর প্রতিনিধি ॥ করোনার উর্ধ্বমুখী সংক্রমনের ছোবলে পড়া দিনাজপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনাজপুর চেম্বার অব কমার্সের দু বছর মেয়াদী কার্যকরী কমিটির ১৯ জন পরিচালক নির্বাচন করার লক্ষ্যে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন স্বাস্থ্যবিধি কঠোর ভাবে অনুসরণের কথা বললেও নির্বাচনকালীন সময়ে তার কোন প্রতিফলন দেখা যায়নি। দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের ভেতরে ও বাহিরে বিপুল সংখ্যক ভোটার ও তাদের সমর্থকদের ভীড় লক্ষ্য করা যায়। কোন ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করে শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই ছিলোনা। গত ১ মাস ধরে দিনাজপুর শহরে আশংকাজনক হারে করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জেলা দিনাজপুরে লকডাউন ঘোষনা না করে প্রশাসন এ্যাকশন প্লান ঘোষনা করে। কিন্তু চেম্বারের নির্বাচনে এ্যাকশন প্লান অনুসরণের কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার অভিযোগ করেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মানুষের এই গণজমায়েত করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে অনেকাংশই।