মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকান্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে নগদ ৫০ হাজার টাকা, ২টি গরু সহ অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ৩১ অক্টোবর রবিবার দুপুর ২টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের নদীরপাড় ভগলুশাহ্ পাড়ায় ঘটেছে। আগুনে আতিকুর ইসলামের ২টি ঘর, আল-আমিনের ২টি ঘর, আছিরন বিবির ২টি ঘর এবং আনিছুর রহমানের ২টি ঘর, নগদ ৫০ হাজার টাকা পুড়ে যায় এবং ২টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
স্থানীয়র াধারণা করছেন বৈদ্যুতিক সটর্ সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন সহযোগীতায় ও চিরিরবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মোকারম হোসেন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।