০১ নভেম্বর ২০২১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত হাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ ভবনে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শেষ হয়েছে গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। আজ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৫%।
এ সময় তিনি বলেন, অত্যন্ত সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে শেষ হলো গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর মাধ্যমে বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হলো।
এ ব্যাপারে আমি চ্যান্সেলর প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সর্বাতœক সহযোগিতা কামনা করছি।