হাজী মোহাম্মদ দানেশ ব্রিগেড- দিনাজপুর এর উদ্যোগে অদ্য ২ আগস্ট ২০২১ রাজবাটী উড়াও পাড়া ও হঠাৎপাড়ার বস্তিবাসীদের পরিবারের সদস্যরে প্রায় শতাধিক ব্যক্তিগণকে ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডের আহবায়ক মোঃ হব্বির রহমান, যুগ্ম আহবায়ক মোঃ রবিউল আউয়াল খোকা, সদস্য সচিব বিমল আগড়ওয়াল, সদস্য আসতারু আলম, লাবনী কুজুর নেহা, দিপিকা সিং প্রমুখ। এ সময় মাস্ক ও বিতরণ করা হয়।