মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার উপশহর এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ ৪ টি কালভাট নির্মাণ করে নির্মাণাধীন কালভাট গুলো মধ্যে একটি কালভার্ট ধসে পড়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায় উপশহর পাওয়ার স্টেশন এর সম্মুখে একটি কালভার্ট ১ সেপ্টেম্বর ভেঙে যায়। কালভার্ট গুলো নির্মাণের পর হস্তান্তর পূর্বেই এই দশা যদি হয় পরবর্তীতে এর ফল কি হবে তা এই কাজের মাধ্যমেই বহির প্রকাশ হয়েছে।
কালভাট গুলোর কাজের মান নিয়ে এলাকায় অনেক গুঞ্জন শোনা যায় নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যাক্তি বলেন কাজগুলো অনেক নিম্নমানের এবং দায়সারা কাজ করে চলেছে যা কাজ হস্তান্তরের পূর্বেই এর বহিঃপ্রকাশ গতকাল এই কালভার্টটি ভেঙে যায়। এরকম কালভাট ৫ নং ব্লক, ৭ নং ব্লক ও পুরাতন ৬ নং ব্লক সহ মোট ৪টি ব্লকে এধরনের কালভাট নির্মাণ করা হচ্ছে। এই সড়কের কালভার্ট গুলোর উপর দিয়ে ভারী যানবাহন যাতায়াত কওে, কালভার্ট ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনার পূর্বেই বিষয়গুলো উর্ধতন কর্মকর্তাকে খতিয়ে দেখার জন্য এলাকার জনসাধারণ অভিযোগ করছেন।
কাজের মান এবং ঠিকাদারের নাম জানার জন্য বিষয়টি নিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ মোরশেদ মাহমুদ চৌধুরী’র কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।